সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ১২ : ০৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ঘাতক ছবির শ্যুটিং-এর সময় হাঁটুতে চোট পেয়েছিলেন অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সে সময় প্রথাগত চিকিৎসা নয়, হাঁটু ঠিক করতে কাজে এসেছিল তাঁর নিজেরই মূত্র! বিচিত্র শোনালেও নিজের মূত্র নিয়মিত পান করে সুস্থ হয়েছিলেন তিনি, এমনই দাবি করেছেন খোদ অভিনেতা।
একটি হিন্দি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়ালের মূত্র পানের স্বীকারোক্তি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, হাঁটুর চোট নিয়ে হাসপাতালে ভর্তি থাকার সময় অজয় দেবগনের বাবা বিরু দেবগন তাঁকে দেখতে এসেছিলেন। তিনিই তাঁকে পরামর্শ দেন মদ এবং মাংস খাওয়া ছেড়ে দিতে এবং প্রত্যেক দিন সকালে উঠেই নিজের মূত্র পান করতে। পরেশের দাবি, চিকিৎসকেরা ভেবেছিলেন তাঁর চোট সারতে অন্তত দুই থেকে আড়াই মাস সময় লাগবে। কিন্তু তিনি রোজ সকালে বিয়ার পান করার মতো করে নিজের প্রস্রাব পান করা শুরু করেন। আর তাতেই মাত্র দেড় মাসে সুস্থ হয়ে যায় হাঁটু।
বিষয়টি ঠিক কতটা বিজ্ঞানসম্মত? জানতে আজকাল ডট ইন এর তরফ থেকে যোগাযোগ করা হয় এসএসকেএম হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসক সৌরভ দাসের সঙ্গে। চিকিৎসকের সাফ কথা, “এসব কথায় একেবারে কান দেবেন না। মূত্র মানব শরীরের বর্জ্য পদার্থ বলেই তা দেহের বাইরে বেরিয়ে যায়। প্রস্রাবের মধ্যে এমন কোনও উপাদান থাকে না যা চোট সারাতে পারে বা ভাঙা হাড় জুড়ে দিতে পারে।” তাঁর বক্তব্য, “চিকিৎসাশাস্ত্রে অন্তত এমন কিছুর উল্লেখ নেই।” চিকিৎসকের সাফ কথা, হাঁটুর চোটে কখনও কখনও হায়ালুরনিক ইঞ্জেকশন দেওয়া হয়, কখনও অস্ত্রোপচার করা হয়। প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপির পরামর্শও দেওয়া হয়, যাতে পায়ের অন্য পেশি শক্তিশালী হয় এবং হাঁটুতে চাপ কম পড়ে। তবে অভিনেতার দ্রুত সুস্থ হওয়ার দাবি কি একেবারেই বাজে কথা? চিকিৎসকের ব্যাখ্যা, “দেখুন ডাক্তারবাবু যদি বলেন আপনার হাঁটু সারতে দু-আড়াই মাস সময় লাগবে, তখন তিনি গড়ে কতটা সময় লাগতে পারে সেকথা বলছেন। প্রত্যেক রোগীর শারীরিক গঠন আলাদা। কারও কারও ক্ষেত্রে ওষুধ দ্রুত কাজ করে, তাই রোগ দ্রুত সেরে যায়। কারও ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। এর সঙ্গে নিজের প্রস্রাব পান করার কোনও সম্পর্ক নেই।”
নানান খবর

নানান খবর

ছারখার হয়ে যাবে ডায়াবেটিস! শুধু রোজ সকালে খালি পেটে খান এই তিনটি আয়ুর্বেদিক বিশল্যকরণী!

মাংসখেকো পরজীবী এবার শেয়াল থেকে মানুষের দেহে! হতে পারে ৫০-৬০ ফুট লম্বা? কিলবিলিয়ে বেরোতে পারে পায়ু থেকে?

এবার আস্ত মানবদেহ চাষ করা হবে কারখানায়? তিন গবেষকের পরিকল্পনা শুনে কাঁপুনি বৈজ্ঞানিক মহলে!

রোদের মধ্যেই কাজে যেতে হয়? হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার

শুক্রাণুর ঘনত্ব বাড়বে বীর্যে! নিয়ম করে মেনে চলুন তিনটি অভ্যাস, আর কখনও বন্ধ্যত্বের দুশ্চিন্তা আসবে না

নিষিদ্ধ মেয়োনিজ! চরম সাবধানবার্তা দিল প্রশাসন! মারাত্মক বিপদের আভাস কাঁচা ডিমের তৈরি মেয়োনিজে?

'কোলেস্টেরলের বোমা' এই খাবারগুলি খেলেই নষ্ট হবে ধমনী, হৃদযন্ত্র ভর্তি হবে চর্বিতে! বাঁচতে চাইলে সকালের জলখাবারে এড়িয়ে চলুন এগুলি

এক পানীয়তেই ধরাশায়ী হবে পেটের সমস্যা! নাম তার কম্বুচা! জানেন কী এই পানীয়?

রোজ রোজ মাংস খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন মারণরোগ! কোন মাংস খেলে কোন রোগ হয় জানেন?